হে বন্ধুরা! আমরা যারা বাংলাদেশে থাকি তাদের পহেলা বৈশাখ নিয়ে বলার কিছুই নেই। কিন্তু যারা দেশের বাইরে প্রবাসে জীবন যাপন করেন তারা কিন্তু এই উৎসবে তেমন কিছুই করতে পারেন না। আমি বাংলাদেশ থেকে Australia তে আসার পরে আমার প্রথম পহেলা বৈশাখ পরিবার ছাড়া পালন করলাম। আমি খালি একটা কথাই বলতে চাই আমরা যারা বাংলাদেশে থাকি তারা পহেলা বৈশাখ যে ভাবে উৎযাপন করেন প্রবাসে তার কিছুই হয়না। যে পান্তা ইলিশ আমাদের ঐতিহ্য সেটাই অনেকে করেন না অথবা করার সময় নাই। আমার সৌভাগ্য আমি আমার প্রথম প্রবাস জীবনের পহেলা বৈশাখ এর দিনটিতে কিছু বড় ভাই পেয়েছিলাম। পান্তা তো খেতে পারলাম!
No comments:
Post a Comment